আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবিয়ার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুলাই) জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।
ঘোষিত প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২: হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩: মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪: মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫: অধ্যাপক মাহবুবুর রহমান
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়।এ সময় বক্তরা মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বড় দল হিসাবে বিএনপির দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সেক্রেটার গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলাল প্রমূখ।