গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লোকনাথ টেংকের পাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমারশীল মোড়, সদর হাসপাতাল রোড, টি,এ,রোড, ফারুকী পার্ক সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড় এলাকায় কুমিল্লা- সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় অন্তত ১০ মিনিটের মত মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ্ মাহমুদ জিহান, জেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এসএম মহিউদ্দিন, সদস্য জয়ন্তী বিশ্বাস।
বক্তারা, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত না করা হলে এবং দায়ীদের আইনের আত্ততায় এনে কঠোর বিচার করা না হলে সারাদেশে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।
এদিকে মহাসড়ক অবরোধের ফলে সড়কে কিছুক্ষণের জন্য তীব্র যানযটের সৃষ্টি হয়।