অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গন থেকে জেলা যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ্য।
এসময় বক্তরা বলেন, জামাত শিবির বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা শুরু করেছে। এই দেশের প্রত্তেকটি জাগায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। যে জন্য বক্তরা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী জানান, আগামী ফেব্রুয়ারী নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে য়োর দাবী জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়।