জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন ও ১৬ জুলাই আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম সহ জুলাই- আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হল রুমে জাতীয়তাবাদী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত সভায় সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া জিমির সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদল নেতা নাঈম ইসলাম ভূইয়া, পিন্টু অনিক, ওবায়দুল্লাহ, আফজাল, আশিক, সাকিব, রাফি, শুভসহ আরো অনেকেই।