জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচী উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণশেষে শহরের জেলা পরিষদ থেকে একটি মৌন মিছিল বের হয়।
মিছিলটি পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া মোড়, টি.এ. রোড, মুক্তমঞ্চ সড়ক, পুরাতন কাচারি মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি মমিনুল হক মমিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চেতনাকে সামনে রেখে এই দেশের জনগনকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থানে বিএনপি ৪ শতাধিক সদস্য শহিদ হয়েছেন। তাই জুলাই-আগস্টের চেতনা বিঘ্নিত হলে শহদিদের আত্মার অবমূল্যায়ন করা হবে।
তিনি আরো বলেন, অনেক দল বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। দুই- তিনটি দল যারা ৭১’এ দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলো তারা আবারো এদেশে ষড়যন্ত্র করার পায়তারা করছে। মূলত যেসকল দলের পেছনে কোন জনগন নেই নির্বাচনে গেলে জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এ অবস্থায় নির্বাচন নিয়ে টালবাহানা না করে দ্রæত সময়ে মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহŸান জানান তিনি।