সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। শনিবার সেই একই দলের বিপক্ষে আবারও জিতেছে স্বাগতিকরা। তবে ব্যবধান আগের মতো হয়নি। পূজা দাসের জোড়ায় বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এ নিয়ে টানা ৫ টি ম্যাচ জিতেছে পিটার বাটলারের দল। এখন সোমবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ন্যূনতম ড্র হলেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হবে।
কিংস অ্যারেনার অনুশীলন মাঠে বাংলাদেশ হাই লাইন ডিফেন্স রেখে খেলেছে। আক্রমণও হয়েছে বেশ। দশম মিনিটে প্রথম ভালো আক্রমণে যায় বাংলাদেশ। আগের ম্যাচে জোড়া গোল করা তৃষ্ণা রানীর প্রচেষ্টা অবশ্য দারুণ দক্ষতায় ফেরান শ্রীলঙ্কান গোলকিপার তারুশিখা।
দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও শ্রীলঙ্কাকে চাপে রাখেন বাংলাদেশের মেয়েরা। ২৫ মিনিটে আসে প্রথম গোল। প্রথম দফায় তৃষ্ণা রানীর শট তারুশিখা ফিরিয়ে দেন। ফিরতি বল পেয়ে বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে দুরের পোস্টে দারুণ ফিনিশিং করেন কানন রানী বাহাদুর।
৩৮ মিনিটে অধিনায়ক সুরমা জান্নাতের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে না আসলে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। যোগ করা সময়ে পূজা দাস ব্যবধান দ্বিগুণ করেন। তৃষ্ণা রানীর শট পোস্টের নিচে লেগে ফিরে আসলে বক্সের ভেতরেই বল পেয়ে পূজা জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন। বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে।
৭৩ মিনিটে বাংলাদেশ পায় তৃতীয় গোল। পূজা দাস বক্সের অনেক দূর থেকে ডান পায়ের জোরালো শটে ব্যবধান বাড়িয়ে নেন। গোলকিপার ডান হাত দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করলেও বল পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। ৮৫ মিনিটে গোলকিপার এগিয়ে আসলে তার পাশ দিয়ে দারুণ দক্ষতায় জাল কাঁপান তৃষ্ণা রানী। যোগ করা সময়ে নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টি থেকে দলের হয়ে পঞ্চম ও শেষ গোল করে বড় জয় নিশ্চিত করেন।