রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ শুটিংয়ে আহত শাহরুখ, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে উড়াল! গোপালগঞ্জে ৪ মামলায় গ্রেফতার ৩০৬, বাড়লো কারফিউয়ের সময় সুয়েইদায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া দেশে জাতিসংঘের ওএইচসিএইচআর কার্যালয় নিয়ে যা বললো অন্তর্বর্তী সরকার পঞ্চগড়ে শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন জুলাই-আগস্টের চেতনা বিঘ্নিত হলে শহদিদের আত্মার অবমূল্যায়ন করা হবে-মাহবুব শ্যামল জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন ও স্মরণসভা ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ ঘর থেকে ট্রেন চালকের মরদেহ উদ্ধার

শুটিংয়ে আহত শাহরুখ, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে উড়াল!

বিনোদন ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ০ Time View
শুটিংয়ে আহত শাহরুখ, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে উড়াল!
শুটিংয়ে আহত শাহরুখ, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে উড়াল!

শাহরুখ খানকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিশ্রমী অভিনেতা। ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন ইন্ডাস্ট্রিতে। তরুণরা তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচনা করে। এই সুপারস্টার প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলেছেন।

৬০ বছর বয়সি শাহরুখ মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার দারুণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেসময়ই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। আঘাত কতোটা গুরুতর, তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে। তবে শাহরুখকে জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এটুকু জানা গেছে, পেশিতে আঘাত পেয়েছেন বলিউড কিং। তবে এটাই প্রথম নয়, শাহরুখ বছরের পর বছর ধরে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেলিতে আঘাত পেয়েছেন।

এটাও জানা গেছে, অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং তাকে কাজ থেকে এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর, তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন।

এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া ছিল, তা বাতিল করা হয়েছে। বলা প্রয়োজন, সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। এখানে সুহানা খান আছেন তার শিষ্যের ভূমিকায়।

সিনেমাটি ভারত ও এর বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে। ‘কিং’ প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট এবং রেড চিলিজ। ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্তত সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে।

এই সিনেমায় শাহরুখ খান, সুহানা খান ছাড়া আরও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জী প্রমুখ। উল্লেখ্য, ‘কিং’ শেষ করার পর শাহরুখ খান ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ, বহুল প্রতীক্ষিত ‘পাঠান ২’ অভিনয়ের জন্য প্রস্তুতি নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin