ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে ভিত্তি প্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভপতি জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোঃ আরজুসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১৭ কোটি ২৩ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে ভবনটির ভিত্তিপ্রস্থন স্থাপন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া আসার পর এ স্কুলের প্রতিযোগিতা দেখে বুঝেছি স্কুলটার মানটা কতটুকু উঁচুমানের।অন্নদা সরকারি স্কুল ব্রাহ্মণবাড়িয়ার গর্ব।আমি অনেককেই দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে এ স্কুলের সাথে কোন না কোনভাবে কানেকটেড।যারা ঠিকাদার আছে তাদেরকে অনুরোধ জানাবো ভবণের কাজের মান যাতে অক্ষুন্ন রাখে।
পরে মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মোহাম্মদ মোবারক হোসেন সরকার।