শেরপুর সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১জুলাই সোমবার বিকেলে রৌহা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে চকসাহাব্দির বাজারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
রৌহা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আলহাজ্ব মো. মোখলেছুর রহমান জীবন,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম শাহী প্রমুখ।
অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি বলেন আমরা আপনাদের ভোটের অধিকার ও দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই আপনাদের ভোটের মাধ্যমে তাই আজ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তিনি আরো বলেন অহেতুক কেও যেন হয়রানি না হয় আর যারা বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের সময় এলাকায় যারা নির্যাতন করে জুলুম করেছে তাদের ছাড় দেওয়া হবে না। দুর্নীতি যে দলের হোক তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। তাই দলের সকলকে দুর্নীতি মুক্ত থাকতে হবে যাতে করে দলের শুনাম বজায় থাকে।
এছাড়াও জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফসিউল ইসলাম সুজন, সাবেক শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সামা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম হানিফ, সহ-সভাপতি ফয়সাল খান তোতা, জেলা তাতীদলের আহ্বায়ক মো. লালন মোল্লা, জেলা জাসাসের আহ্বায়ক মো. রমজান আলী, জেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মো. আব্দুল খালেক, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, মোর্শেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।