দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫-এ আগুন ধরে গেছে। মঙ্গলবার (২২ জুলাই) এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, যাত্রীরা নামার সময় এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনও যাত্রী বা ক্রু আহত হননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিমানের সহায়ক শক্তি ইউনিট (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট বা এপিইউ) থেকেই আগুনের সূত্রপাত ঘটে। স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে আগুন শনাক্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এপিইউ বন্ধ হয়ে যায়। যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে যান।
বিমানটি ছিল একটি টুইন-জেট এয়ারবাস এ৩২১। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে কিছু ক্ষতি হয়েছে এবং সেটিকে আপাতত গ্রাউন্ডেড রাখা হয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে সোমবার (২১ জুলাই) এয়ার ইন্ডিয়ার কোচি-মুম্বাই ফ্লাইট রানওয়ে থেকে সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং একই দিনে দিল্লি-কলকাতা ফ্লাইট উড্ডয়নের সময় শেষ মুহূর্তে টেকঅফ বাতিল করে। এ নিয়ে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনটি ঘটনা ঘটলো ভারতের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনের ফ্লাইটে।