শিক্ষিকা মাসুকার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারান স্কুলের প্রাইমারি শাখার বাংলা ভার্সনে প্রাইমারি শাখার ইরেজি শিক্ষিকা মাসুকা বেগম (৩৭)।
তার মৃত্যুর ঘটনায় পরিবার জুড়ে চলছে শোকের মাতম। নিহত মাসুকা ব্রাহ্মণবাড়িয়ার শহরের মধ্য মেড্ডা সবুজ বাগ এলাকার সিদ্দিক আহমেদরর মেয়ে। নিহতের বাবা জানান, দুই মেয়ে এক ছেলের মধ্যে মাসুকা সবার ছোট ছিলেন।
মঙ্গলবার দুপুরে তার মরদেহ তার বড় বোনের বাসা আশুগঞ্জে সোহাগপুরে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরী হয়। বাদ আসর জানানা শেষে তাকে সোহাগপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানাযায়।