শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

টিকিট বিক্রির টাকা মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১ Time View
টিকিট বিক্রির টাকা মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের দেবে বিসিবি
টিকিট বিক্রির টাকা মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের দেবে বিসিবি

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ টাকা প্রদান করা হবে মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং শোকের এই সময়ে দায়বদ্ধতার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বাংলাদেশে ক্রিকেট শুধুই একটি খেলা নয়- এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোকের এই সময়ে আমাদের একসঙ্গে থাকতে হবে। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের আর্তনাদে আমাদের হৃদয় বিদীর্ণ। বিসিবি এ ক্ষত সামাল দিতে সামান্য ভূমিকা রাখতে পেরে কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা ও সহানুভূতি সব সময় তাদের সঙ্গে থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin