ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ
দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ তম দিনের মত জুলাই পদযাত্রা কর্মসূচী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক নিহত হয়েছেন তাদেরকে শহীদি মর্যাদা দিতে হবে। তিনি বলেন, আাগামী ৫ই আগষ্ট এর আগে জুলাই সনদ ও ঘোষনা পত্র দাবী আদায় করা হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ এ এনসিপির আয়োজনে জুলাই পথ যাত্রা এক সভায় এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় আহŸায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরে পথসভাটি হবিগঞ্জের উদ্যেশ্যে রওয়ানা হয়।
এর আগে পদযাত্রাটি ফারুকী পার্ক সড়ক, মৌড়াইল, কলেজ মোড়, টি.এ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এতে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যদিয়ে কর্মসূচীর শুরু হয় এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।