ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে একটি বিচারিক ভবনে সন্ত্রাসী হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন হামলাকারীও নিহত হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ফরাসি বার্তা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। ইরানের বিচার বিভাগের অনলাইন নিউজ পোর্টাল মিজান অনলাইন জানায়, অজ্ঞাত হামলাকারীরা জাহেদানের বিচারিক কেন্দ্রে হামলা চালায়। এতে ৬ জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে এই সংখ্যা প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর আঞ্চলিক সদর দফতরের তথ্যমতে, নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে তিন হামলাকারীকে হত্যা করেছে।
প্রাদেশিক উপ-পুলিশ প্রধান আলিরেজা দালিরি জানান, হামলাকারীরা সাধারণ দর্শনার্থীর ছদ্মবেশে আদালত ভবনে ঢোকার চেষ্টা করে। পরে তারা ভবনের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন, যাদের মধ্যে এক বছরের একটি শিশু ও তার মা রয়েছেন। ইরানের কয়েকটি সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানভিত্তিক বেলুচ জিহাদি গোষ্ঠী জইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি ইরানেও সক্রিয় রয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা সিস্তান-বেলুচিস্তান প্রদেশ বহুদিন ধরেই অস্থিরতাপূর্ণ। সেখানে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, সুন্নি চরমপন্থি গোষ্ঠী এবং মাদক চোরাচালানকারীদের সংঘর্ষ প্রায়ই ঘটে।
এর আগে, গত অক্টোবরে ওই অঞ্চলে ‘সন্ত্রাসী হামলায়’ দশজন পুলিশ কর্মকর্তা নিহত হন। যা ছিল গত কয়েক বছরের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা।