যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, আমি আজ থেকে ১০ বা ১২ দিনের একটা নতুন সময়সীমা দিচ্ছি। অপেক্ষা করার কোনও কারণ নেই। আমরা কোনও অগ্রগতি দেখছি না। তিনি আরও বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ, সত্যিই হতাশ। এর আগে আমি তাকে ৫০ দিনের সময় দিয়েছিলাম, সেটা কমিয়ে আনছি।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরেও চলমান এবং যুদ্ধ কোনও সমাধানের পথে এগোচ্ছে না বলে অনেক পর্যবেক্ষকের মন্তব্য। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে ‘২৪ ঘণ্টার মধ্যেই’ ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন। তবে এবারের মন্তব্যে তিনি সরাসরি পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন।