মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ভৈরব নদীতে পানির নিচ থেকে তেলজাতীয় পদার্থ ভেসে উঠছে। আজ মঙ্গলবার সকালে বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন ভৈরব নদীতে এ দৃশ্য দেখা স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। ভিড় করে বিভিন্ন এলাকা থেকে আসা স্থানীয়রা।
জানা গেছে, নদীর কিনারা ঘেঁষে হাঁটু সমান পানির নিচ থেকে বেশ কয়েকদিন ধরে বুদ বুদ আকারে তেল জাতীয় পদার্থ উঠছে।
মঙ্গলবার সকালে কিছুটা বেশি উঠতে থাকে। পানির ওপর ভেসে থাকা পদার্থটি দেখতে অনেকটা ডিজেলের মতো এবং এর গন্ধও ডিজেলের সঙ্গে মিল রয়েছে বলে স্থানীয়দের দাবি।
বাঁশের খুঁটি বা লাঠি দিয়ে চাপ দিলে নিচ থেকে বেরিয়ে আসছে তেল জাতীয় পদার্থ। এ খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। আসলেই নদীর নিচে তেলজাতীয় পদার্থ উঠছে না অন্যকিছু ঘটনা রয়েছে তা নিয়ে চলছে তুমুল আলোচনা।
স্থানীয় রুহুল আমিন বলেন, তিনদিন আগে এলাকার একজনের কাছে জানতে পারি এখানে তেল উঠছে। তখন বিষয়টি জানলেও নিজে দেখা হয়নি। আজ এসে দেখছি বাস্তবেই তেল ভাসছে। তেলের গন্ধে মনে হচ্ছে ডিজেল।
ছিতাব আলী বলেন, সকালে দোকানে বসেছিলাম। কিছু মানুষের কাছে জানতে পারি নদীতে তেল উঠছে। ঘটনাস্থলে এসে নিজেও হাতে নিয়ে দেখলাম তেলের মতই গন্ধ করছে।
ফিরাতুল ইসলাম বলেন, এক মাস আগে এই নদী খননের কাজ চলছিলো। সেসময় স্কেভেটরের তেলের পাইপ নষ্ট হয়ে অনেক তেল এখানে পড়েছিল। সেই তেল মাটির নিচে চাপা পড়েছিল। এখন প্রায় এক-দেড়মাস পর এখন ফোটা ফোটা তেল উঠছে। অনেকেই বলছে নদী থেকে তেল উঠছে। এখন নদী থেকে তেল উঠছে না সেই তেল আমরা কেউই জানি না।
ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং উর্ধ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক।