
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলাম এর আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে গণ মিছিলটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা আমির, মাওলানা মোবারক হোসাইন আকন্দ, মাওলানা আমিনুল ইসলাম, এসস্ট্যিান্ট সক্রেটোরি মুহাম্মাদ জুনায়দে হাসান, এড. আব্দুল বাতেন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজি সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো: রোকন উদ্দনিসহ প্রমুখ। সভায় বক্তারা, দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবী জানান।