মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক সিফাত মেহেনাজ। জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন উপস্থিত ছিলেন। পরে জাতীয় নাগরিক পার্টি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা নাগরিক পার্টির মেহেরপুর যুগ্ম সমন্বয়কারী আশিক রাব্বি।