ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। কয়েক ঘণ্টার টানা বর্ষণে শহরের প্রধান সড়কগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে।
বৃষ্টির পানির সঙ্গে আশপাশের পুকুর ও ড্রেনের পানি উপচে গিয়ে রাস্তায় মিশে গেছে। এতে পানি সরে যাওয়ার পথ না থাকায় শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কালিবাড়ী মোড়, জেলা পরিষদ মার্কেট, কাজীপাড়া, মৌড়াইল, সরকারপাড়া, কালাশ্রীপাড়াসহ অধিকাংশ এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় পথচারী পর পরশ জানান,”হাসপাতালে যেতে চেয়েও পারিনি, পানিতে সব রাস্তা তলিয়ে গেছে। যদি ড্রেনিং ব্যবস্থা ভালো হতো, তাহলে পানি জমতো না। জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী সিয়াম বলেন,”এই মার্কেট শহরের প্রাণকেন্দ্র, কিন্তু বৃষ্টির কারণে পানি জমে চলাফেরা দুরূহ হয়ে পড়েছে।
তবে বছরজুড়ে উন্নয়ন কাজ চললেও টেকসই ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভারি বৃষ্টিতেই শহর ডুবে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরও বাড়বে।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার নির্বাহী কাউছার আহমেদ এর মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।