ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। বৃহষ্পতিবার (৭ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তী নামক এলাকায় বিজিবি এবং সেনাবাহিনীর টহলদল কর্তৃক যৌথ অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে ঔষধ, জিরা শেরওয়ানী-৪১ মোবাইল ফোন, বিস্কুট, ফুচকা , কসমেটিকস্ সামগ্রী, শার্ট কম্বল,এবং ক্যামিক্যাল রয়েছে। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য এক কোটি বাইশ লক্ষ তেইশ হাজার টাকা।
আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন কাজ করছে। বিজিবি ও সেনাবাহিনীর এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে।