ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজমুল হুদা বিপ্লব সাংবাদিকদের সাথে মতবিনময় করেছেন। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মন্ত্রী ডাঃ ফরিদুল হুদার ছেলে বিশিষ্ট নিউরো চিকিৎসক ও ড্যাব নেতা ডাঃ নাজমুল হুদা বিপ্লব।
এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ স্বাস্থ্য চিকিৎসা যোগাযোগ ও জ্বালানী খাতে বিভিন্নভাবে পিছিয়ে আছে।দলীয় মনোনয়ন পেলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে পিতার ন্যায় আমি ও এ জেলার মানুষের কল্যানে কাজ করবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট গোলাম সারওয়ার খোকন .প্রচার সম্পাদক মাহিন ,বিএনপি নেতা এডভোকেট সামসুজ্জামান কানন,আরমান উদ্দিন পলাশ জেলা ড্যাবের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ আক্তার হোসেন ,সরাইল উপজেলা বিএনপি নেতা শেখ মুহাম্মদ সেকুল ইসলাম প্রমূখ।