মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিল থেকে বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ। বাবু শহরের হোটেল বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। মাদক সেবনের পাশাপাশি সে মাদকদ্রব্য বিক্রিও করতো। যেকারণে সীমান্তবর্তী এলাকায় তার প্রতিনিয়ত সে আসা-যাওয়া করতো।
স্থানীয় গ্রামবাসীরা জানায়, বুধবার সন্ধ্যার দিকে বাবুসহ চার যুবক অবৈধভাবে ভারতীয় ভুখন্ড বেষ্টগঞ্জে প্রবেশ করে। সেখান থেকে ফেরার পথে বিজিবি ক্যাম্পের টহল দলের সামনে পড়লে তারা সকলে বিলের পানিতে লাফ দেয়। এসময় তিনজন পানি থেকে সাঁতরে উপরে উঠলেও বাবু নিখোঁজ থাকে। পরে বিজিবি সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে যায়।
বৃহস্পতিবার সকালে নিহত বাবুর পরিবারের লোকজন হরিরামপুর গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১১টার দিকে বিলের পাহারাদাররা এক যুবকের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।