
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মাজলুম শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাজানো মিথ্যা মামলায় টানা ১১ বছর ধরে কারাবন্দী ফারাবীর মুক্তি দাবি করে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাস্টিস ফর ফারাবী টিম।
মানববন্ধননে সভাপতিত্ব করেন মাওলানা বেলাল হোসাইন এবং সঞ্চালনা করেন সৈয়দ কাশেম। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভূঁইয়া, মুফতি নিয়ামুল, মাওলানা ইকরামুল মারজান, মারুফ ও আরিফ বিল্লা আজিজি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ফারাবীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা আগামী রবিবারের মধ্যে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখঃ ২০১৪ সালে নাস্তিক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় ফারাবীকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে আদালত রায় দেন-ফারাবী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নন, তবে ফেসবুকে লেখালেখির মাধ্যমে ‘প্ররোচনা’ দিয়েছেন। এই অভিযোগে তাকে ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে সাইবার আইনে আরও ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধ করতে না পারায় আরও ২ বছরের সাজা যুক্ত হয়। তিনি ৩৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন।