প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেছেন, শত্রু আমাদের একটাই সে হলো ফ্যাসিবাদী। দেশে বিএনপি আছে, জামায়াত আছে, এনসিপিসহ আরো অনেক দল আছে। সকল দলের মধ্যে প্রতিযোগীতা ও প্রতিদ্বন্দিতা আছে কোন শত্রুতা নেই। ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই এক।
আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ মুক্ত এমন এক বাংলাদেশ ধরে রাখবো, ধারণ করে রাখবো যেখানে আমাদের কারোর অধিকার কেউ কোন কেড়ে নিতে পারবে না। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই, আমাদের শত্রু একমাত্র ফ্যাসিবাদ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাস হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডের জেলা আহবায়ক শামসুল আলম সোনা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসমাতারা, এনসিপি নেতা আমির হামজাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।