দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১০ আগষ্ট) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজ দেবীগঞ্জ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একে ভুইয়া, দৈনিক সংগ্রামের দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবু সাঈদ, কালবেলার প্রতিনিধি সিরাতুল মোস্তাকিম, তৃতীয়মাত্রার প্রতিনিধি জি এম আলামিন খন্দকার, অর্থদৃষ্টি পত্রিকার প্রতিনিধি লালন সরকার, সকালের বার্তার প্রতিনিধি নয়ন ইসলাম, দেবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ক্যানভাসের প্রতিনিধি রাসেল আহম্মেদ প্রধান, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, এনটিভি অনলাইনের হাসান রায়হান, দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিনের প্রতিনিধি নাজমুস সাকিব মুন, সভাপতি সমকালের প্রতিনিধি হরিশ চন্দ্র রায়, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি চ্যানেল এস এর প্রতিনিধি আতাউর রহমান।
এসময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানান। তারা সরকারের কাছে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। আমরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের উপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ আমাদের নিরাপত্তা কোথায়। আমরা অনিয়ম, ঘুষ, দূর্নীতি, চাঁদাবাজির বন্ধ করার জন্য সরকারের আহবান জানাচ্ছি।