গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের শেরে বাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়- ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে খুনিদের ফাঁসির দাবিতে বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দেখেছি গাজীপুরের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের পরেও হত্যাকারীদের যে অঙ্গভঙ্গি বা আচরণ আমরা দেখেছি তাতে তারা বুঝিয়ে দিয়েছেন সাংবাদিক হত্যার কোন বিচার হয় না। সাংবাদিক তুহিন হত্যার সিসি ফুটেজে সকল প্রমাণ পাওয়া গেছে। আমাদের দাবি অতি দ্রুত যেন তাদের ফাঁসির মঞ্চে ঝুলানো হয়।
এতে এখন টিভি, কালেরকন্ঠের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টিভি, সমকালের সফিকুল আলম সফিক, সারাবাংলা পত্রিকার শাহজালাল, বাংলাভিশন, কালবেলার মোশারফ হোসেন, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভি, রুপালী বাংলাদেশের ইনশান সাগরেদ, নাগরিক টিভি, সকালর সময়েন সাঈদুজ্জামান রেজা, বাসসের আবু নাঈম। এসময় অংশগ্রহণ করে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য যে, ৭ বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দরা চৌরাস্তা বাজারের মসজিদ মার্কেট এলাকায় এক চায়ের দোকানে বসে থেকে চা পান করা অবস্থায় ৭ জন সন্ত্রাসী ঘিরে ধরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। পরে তাকে এলোপাথাড়ি কুপাতে থাকে। পরে তাকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ।