গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খাঁন বিটু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক, সাংবাদিক শেখ মোহাম্মদ শহীদ, আরেফিন, এবং চিত্র সাংবাদিক আহসানুল হক নয়ন প্রমুখ। এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। শুধু তুহিন নয়-এর আগেও সাগর-রুনি সহ বহু সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।”
তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চোখ ও মুখ-তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।