আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জেলা সদস্য সচিব মুফতি বোরহান উদ্দিন কাসেমী মঙ্গলবার দুপুরে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন।
বিশ্বরোড এলাকা থেকে শুরু হওয়া এই শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে তিনি বেড়তলা, সোহাগপুর, আশুগঞ্জ গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করেন। পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আলী হোসেন কাসেমী, জেলা আহ্বায়ক শেখ মাওলানা মেরাজুল হক কাসেমীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি সরাইল, শাহবাজপুর, চুন্টা, কালিগাছহাসহ বিভিন্ন ইউনিয়নে মিনার প্রতীকে ভোট চেয়ে বলেন:“ বিগত সময়ে আমরা সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারিনি। এবার আমরা আশাবাদী, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবো এবং এই এলাকা থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করবো। ”তিনি আরও বলেন, “আমি মুফতি আমিনী (রহ.)-এর আদর্শ ও আমানতের প্রতিনিধি। সেই আদর্শ রক্ষায় কাজ করতে চাই আপনাদের ভালোবাসা, ভোট ও দোয়ার মাধ্যমে।”