এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ শারীরিকভাবে অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিয়াজ মোঃ খান বিটু, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আহাদ এবং মুক্ত খবর পত্রিকার সাংবাদিক আহসানুল হক নয়ন।
তারা মনিরুজ্জামান পলাশের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন। নেতৃবৃন্দ পলাশের দ্রুত আরোগ্য কামনা করেন ও তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, মনিরুজ্জামান পলাশ দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সুপরিচিত। সম্প্রতি শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।