শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না: ডা. তাহের বিএনপির জয় সুনিশ্চিত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের পতন হলেও আজকে অনেকের মধ্যেই ফ্যসিবাদী আচরনের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি-নুর মুজিবনগর সীমান্তে ভারতে পাচারকালে ইউএস ডলারসহ পাচারকারী আটক বেগম খালেদা জিয়ার জন্মদিনে গাংনীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়া দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক: মাহমুদুল হক রুবেল পঞ্চগড়ে মাদ্রাসায় শিক্ষা বৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ সুপারের বিরুদ্ধে কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার গৃহবধূ থেকে যেভাবে রাজনীতিতে উত্থান খালেদা জিয়ার উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত, যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি

খালেদা জিয়া দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক: মাহমুদুল হক রুবেল

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর:
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯ Time View
খালেদা জিয়া দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক: মাহমুদুল হক রুবেল
খালেদা জিয়া দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক: মাহমুদুল হক রুবেল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে শেরপুরের ঝিনাইগাতীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপোসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আনন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক মো. আব্দুল মান্নান। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. আশরাফুল আলম।

এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক মানুষের অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin