সভাপতি শেখ হাফিজ ও উসমান গণী সম্পাদক
গত ২৭ জুলাই ২০২৫ ইং তারিখে বাদ এশা কাউতলী জেলা পরিষদ মার্কেট ও বিপনী কেন্দ্র-২ এর সকল মালিকপক্ষ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ মো. হাফিজ উল্লাহ হাফিজ।
সভায় শুরুতেই এডভোকেট তাসলিমুল হক প্রস্তাব করেন, সঠিক নেতৃত্বের অভাবে মার্কেটটি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। আলোচনার প্রেক্ষিতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে শেখ মো. হাফিজ উল্লাহ হাফিজ সভাপতি, হাজ্বী রোকন উদ্দীন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, হ্বাজী উসমান গণী সাধারণ সম্পাদক, আশিকুল ইসলাম জুম্মান যুগ্ম সম্পাদক-১, কাজী মেজবাহ উদ্দিন জাফর যুগ্ম সম্পাদক-২, ইয়াকুব হোসাইন সুমন কোষাধ্যক্ষ এবং মাজেদুল ইসলাম সজিব প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নতুন কমিটির পক্ষ থেকে কাউতলী জেলা পরিষদ মার্কেট-২ এর প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত মৃত্যুবরণকারী সকল মালিক ও ব্যবসায়ীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদ এড. শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ, সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব সায়েদুর রহমান সাঈদ (সর্দার), সাবেক রেফারি মরহুম কবির মিয়া (মোড়াইল) এবং মরহুম হাজী আবু তাহেরসহ সকল মৃত্যুবরণকারী ব্যক্তিদের।
আজ বাদ জোহর কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি শেখ মো. হাফিজ উল্লাহ হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. এলেন সর্দার, হাজী রহিছ সর্দার, সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, আমানুল হক সেন্টু সর্দারসহ শত শত মুসল্লরা।
দোয়া পরিচালনা করেন কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোবারক উল্লাহ সাঈদী। তিনি সকল মৃত ব্যক্তিসহ সমগ্র মুসলিম কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।