ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিজয়নগরের তিনটি ইউনিয়নের নির্বাচনী আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকালে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া প্রতিপক্ষ পাঠান গোষ্ঠীর আরজু মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে প্রথমে মারধর করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার সকালে অক্ষি গোষ্ঠীর শাহজাহান মোল্লার অনুসারীরা এবং পাঠান গোষ্ঠীর হুমায়ুন মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”