আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা শেখ মোহাম্মদ শামীম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ মোহাম্মদ শামীম বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সরাইল-আশুগঞ্জ এলাকা থেকে মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি জনগণের জন্য, জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য।”
মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।