মেহেরপুরের মুজিবনগরে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ ১১ মামলার আসামী ইমান আলী (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে মুজিবনগরের শিবপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দলটি। পরে তাকে মুজিবনগর থানায় সোপার্দ করা হয়। ইমান আলী ওরফে ইমান ডাকাত মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের ইমান আলীর কাছে অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল তাকে। গতকাল অভিযানে তার কাছ থেকে গধফব ওহ টঝঅ ৭.৬২ একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে মুজিবনগর থানায় আগ্নেয়াস্ত্র সহ হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, নাশকতা ও আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ ১১ টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে মেহেরপুর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। অস্ত্রসহ নতুন একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।