ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা উপজেলার বুধন্তি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ টাকা মূল্যের মালামাল আটক করে।
এসময় কসমেটিকস ২৯ হাজার ৫২০ পিস, আইবল ক্যান্ডি ১৮ হাজার ৩০০ পিস ও একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। এর আগে রোববার (১৭ আগস্ট) লক্ষীপুর ও শ্যামনগর বিওপি কর্তৃক অভিযানে ৯৮০ পিস ইয়াবা ও ৪০ বোতল হুইস্কি আটক করা হয়।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান বা মাদক যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।