রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Title :
আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা ঠাকুরগাঁওয়ে পুনাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন

বেড়েছে চা পাতার দাম,তবুও চিন্তার শেষ নাই পঞ্চগড়ের চাষিদের

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View
বেড়েছে চা পাতার দাম,তবুও চিন্তার শেষ নাই পঞ্চগড়ের চাষিদের
বেড়েছে চা পাতার দাম,তবুও চিন্তার শেষ নাই পঞ্চগড়ের চাষিদের

নানা সমস্যার পর পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করেছেন পঞ্চগড়ের চা পাতার শিল্প। যুগের পর যুগ ধরে এক শ্রেনীর লোকদের সিন্ডিকেটসহ নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছিল সমতলের জেলা পঞ্চগড়ের চা চাষিরা। তবে আশার মাঝেও ভর করছে দুশ্চিন্তা। বাগানে পচা রোগ ও পোকার আক্রমণে বিপাকে পড়েছেন তারা। চাষিদের অভিযোগ, চাহিদা অনুযায়ী মিলছে না সার ও কীটনাশক।

দেশের একমাত্র সমতল ভূমির চা উৎপাদনকারী জেলা পঞ্চগড়। এখানকার চা চাষিরা কয়েক যুগ ধরে সিন্ডিকেট, অব্যবস্থাপনা ও বাজার সংকটের কারণে নানা সমস্যার মুখে পড়লেও এবার কাঁচা পাতার দাম কিছুটা বাড়ায় আশার আলো দেখছেন তারা। গত মৌসুমে যেখানে প্রতি কেজি কাঁচা চা পাতা বিক্রি হয়েছিল ১০ থেকে ১৫ টাকায়, সেখানে চলতি মৌসুমে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। এতে স্বস্তি ফিরেছে চাষিদের মুখে।

তবে আশার মাঝেই ভর করেছে দুশ্চিন্তা। বাগানগুলোতে পচা রোগ ও পোকার আক্রমণে বিপাকে পড়েছেন চাষিরা। তারা জানান, দাম কিছুটা ভালো পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু চাহিদা অনুযায়ী মিলছে না সার ও কীটনাশক না পাওয়ায় উৎপাদন আগের মতো হচ্ছে না। এতে লাভ যেমন কমছে, তেমনি বাড়ছে খরচ। তাই এ বিষয়ে তদারকি ও নজরদারি বাড়ানো দরকার।
চাষি আমিনার রহমান বলেন, এবার চা পাতার দাম ভালো পাচ্ছি। আমরা চেষ্টা করছি ভালোমানের চাপাতা কারখানাগুলোকে দেয়ার। তবে নতুন সমস্যা হিসেবে বাগানগুলোতে পোকার আক্রমণ দেখা দিয়েছে।

আরিফ হোসেন ও সুমন নামে দুই চাষি বলেন, দাম ভালো পেলেও এখন আতঙ্ক পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি পোকা নিধন করার। তবে সার ও কীটনাশক সংকট রয়েছে। বাজারে সার ও কীটনাশক পাওয়া গেলেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।

চাষিরা আরও বলেন, এতে করে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি অগ্রিম দুশ্চিন্তায় পড়েছেন সবাই। একই সঙ্গে চায়ের বাজার ঠিক রাখতে কর্তৃপক্ষসহ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, করতোয়া চা কারখানার ব্যবস্থাপক মো. মঞ্জুর আলম বলেন, চাষিরা যদি ভালো মানের পাতা সরবরাহ করতে পারে, তাহলে দাম পাওয়া যাবে আরও ভালো। তবে রোগবালাই দমন না হলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ খান জানান, সার ও কীটনাশক বরাদ্দ রয়েছে পর্যাপ্ত। পাতা পচা রোগ দমনে চাষিদের সচেতন হতে হবে। ছত্রাকনাশকের সঠিক ব্যবহার করলে ক্ষতি অনেকটা কমানো সম্ভব।
চা বোর্ডের তথ্যমতে, জেলায় ছোট-বড় মিলিয়ে চা বাগান রয়েছে ৭ হাজার ৬১৭টি। এর মধ্যে অনিবন্ধিত ৫ হাজার ৮৭৪টি। বর্তমানে জেলায় কার্যক্রম চালাচ্ছে ২৯টি প্রক্রিয়াজাত কারখানা। চলতি বছর প্রায় ২ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশেষজ্ঞ ও কৃষি অর্থনীতিবিদরা মনে করছেন, পঞ্চগড়ের সমতল ভূমিতে চা শিল্প ক্রমেই বিস্তৃত হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হচ্ছে, তেমনি কর্মসংস্থান তৈরি হচ্ছে হাজারো মানুষের। তবে সঠিক তদারকি না থাকলে চাষিরা বারবার ক্ষতিগ্রস্ত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin