
শেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, বৃক্ষরোপন কর্মসূচী, আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুর রশিদ মামুননের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মোঃসিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যাক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ ও যু্গ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃসানসিলা জেবরিন প্রিয়াংকা।
আনন্দ র্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।