পঞ্চগড়ে ধর্মীয়, সম্প্রীতি, ভ্রাতৃত্ব জাগরণে সনাতন ধর্মাবলম্বীদেরসমাবেশ অনুষ্ঠিত। পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রিয়েল, দেলোয়ার হোসেন, বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়।
পাঁচপীর ইউনিয়নের সকল সনাতন সম্প্রদায়ের লোকজন ধর্মীয়, সম্প্রীতি, ভ্রাতৃত্ব জাগরণে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সনাতন সম্প্রদায়ের প্রায় ৩ হাজার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিয়ে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জাগরণে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে উপস্থিত ছিলেন।