ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পার মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে অনুষ্ঠিত হয় এক নজরকাড়া শোডাউন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে
পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ এর নেতৃত্বে কালাইশ্রীপাড়া নিজ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে যোগ দেয়। বিপুল সংখ্যক ৪নং ওয়ার্ডের এলাকাবাসীর অংশগ্রহণে এই শোডাউন সমাবেশে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
এই সময় নাছির আহমেদের সাথে ছিলেন, ড. পিপরায় কামরুল ইসলাম, জুবায়ের আহমেদ, সজীব, অমল দাস, আপু দাস, কিশোর রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী-সমর্থক।
সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, নাছির আহমেদের এই নেতৃত্ব শুধু কর্মসূচিকে বর্ণাঢ্য করে তুলেনি, বরং স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যের একটি দৃশ্যমান প্রমাণ হিসেবে ভূমিকা রেখেছেন।