ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবককে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মহিউদ্দিন মৃধা লোহার পাইপ বা রড জাতীয় বস্তু দিয়ে এক যুবককে পিটাচ্ছেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভুক্তভোগী যুবকের নাম ইয়াসিন। জানা যায়, তিনি একজন রোগীকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার মহিউদ্দিন মৃধা রোগীর সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় ইয়াসিন বিষয়টি ডাক্তারকে জিজ্ঞাসা করলে মহিউদ্দিন মৃধা ক্ষিপ্ত হয়ে প্রথমে অফিসকক্ষে ইয়াসিনকে মারধর করেন। পরে হাসপাতালের সামনে এনে প্রকাশ্যে আবারও পিটিয়ে আহত করেন।
ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশের পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, একজন সরকারি চিকিৎসক হয়ে রোগী ও মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত এ ঘটনার বিচার দাবি করেছেন।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বলেন, "আমরা ঘটনাটি সিসিটিভি ফুটেজসহ অবগত হয়েছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এখনো পর্যন্ত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।