পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (বাকাব) শাখায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। ডাকাতির চেষ্টার ঘটনায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) নুরুজ্জামান জানান, ঘটনার আগে তার কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। কলকারী নিজেকে ব্যাংকের গ্রাহক পরিচয় দিয়ে বিপদে পড়েছেন বলে সাহায্যের আশ্বাস চাইতে থাকেন। পরে কথোপকথনের একপর্যায়ে যুবকটি স্বীকার করেন যে তিনি ভজনপুর বাজারে ব্যাংকের ভেতরে আছেন এবং অসৎ উদ্দেশ্যে ঢুকেছেন। এমনকি পুলিশকে খবর না দেওয়ার অনুরোধও করেন তিনি।
ম্যানেজার নুরুজ্জামান আরোও বলেন, বিষয়টি সন্দেহ জনক মনে হওয়ায় আমি তাৎক্ষণিক ভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং পুলিশকে খবর দেই। পরে ব্যাংকে গিয়ে দেখি ব্যাংকের ভেতরে কাটার চেষ্টা করা হয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে।
আটক যুবকের নাম সহিদুল হক (২৮)। তিনি তেতুঁলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড খাবারের জন্য নিচে নামার পর ভেতরে আলো জ্বলতে দেখে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকে প্রবেশ করে ডাকাতির সরঞ্জামসহ ওই যুবককে আটক করা হয়।
ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাতে ব্যাংক খালি হলে তিনি ডাকাতির চেষ্টা চালান। তবে স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।