পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার অর্থ আত্বসাত, সরকারী অনুদানের টাকা যথাযথ ভাবে ব্যবহার না করা, কর্মচারী নিয়োগে অনিয়ম এর বিষয়ে প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় মাদরাসার সুপার সাইফুল ইসলামের এমপিও স্থগিত করা হয়েছে।
সাইফুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার শেখবাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার। কেন স্থায়ী ভাবে (বেতন ভাতা) এমপিও স্থগিত করা হবেনা মর্মে সুপার সাইফুল ইসলামকে কারন দর্শানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব এবং সহকারি পরিচালক (অর্থ) স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশটি প্রতিবেদকের হাতে আসে।
নোটিশটিতে অর্থ আত্বসাত, সরকারী অনুদানের টাকা যথাযথ ভাবে ব্যবহার না করা, কর্মচারী নিয়োগে অনিয়ম এর বিষয়ে প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে মর্মে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক (রংপুর বিভাগ) এর ২৭ আগষ্ট তারিখের স্বারকের মাধ্যমে সুপার সাইফুল ইসলামকে অবহিত করা হয়েছে। যার স্বারক নং ৫৭.২৫.০০০০.০০৮.০০০০১.২৫.৬৩।
আরও জানা যায়, তৎপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১(খ) ও (গ) অনুচ্ছেদ অনুযায়ী সুপার সাইফুল ইসলাম এর বেতন ভাতা (এমপিও) স্থগিত করা হলো। কেন স্থায়ী ভাবে বেতন ভাতা (এমপিও) বন্ধ করা হবেনা এ মর্মে ৩ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ সন্তোষজনক জবাব প্রদানের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়েছে।
এরআগে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের শেখবাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদরাসার অর্ধশত বিঘা জমির লিজের টাকা আত্বসাত, মাদরাসার জমি বন্ধক দিয়ে টাকা আদায়, জাল স্বাক্ষর দিয়ে ভুয়া নিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসনের নজরে আসে। তখন জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে তারা অনিয়মের সত্যতা পান। পরে তদন্ত কমিটি বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেন।
সুপার সাইফুল ইসলামের বেতন ভাতার সরকারি অংশ স্থগিত হওয়ার সংবাদ জানতে পেরে মাদরাসার শিক্ষক কর্মচারী আনন্দ উল্লাস করেছেন। তারা জানান সুপার সাইফুল ইসলাম মাদরাসাটিতে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। শিক্ষক কর্মচারীদের তিনি কোন সময় মূল্যায়ন করতো না। মাদরাসায় ঠিকমত আসতো না। যদিও আসতো হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যেত। তারা সুপারের এমপিও স্থায়ী ভাবে বাতিলের জন্য দাবি জানান।
মাদরাসার সুপার সাইফুল ইসলাম জানান, এমপিও স্থগিতের আদেশের কপি পেয়েছি। আমাকে জবাব দিতে বলা হয়েছে। আমি সকল কাগজ পত্র দিয়ে জবাব দিবো।