বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগীয় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, দেশের ক্রান্তিকাল যখনই আসে তখনই জিয়া পরিবারের আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষ মুক্তি পায়। জিয়াউর রহমানের একাত্তরের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ২৪ শে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিলটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর পর জামকালো আয়োজনে জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আহবায়ক কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন সভাপতি, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে তিন জন নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।