ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রেস সচিব শফিকুল আলম তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের আঘাত অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে নুরুল হক নুরের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রেস সচিব। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।
প্রেস সচিব জানান, জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জেনেছেন, নুরের নাক ও চোখের পাশে আঘাত লেগেছে। এ ছাড়া তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ইন্টারনাল ব্লিডিং) হয়েছে এবং বর্তমানে তিনি অচেতনতার আধা-অবস্থায় (সেমি-কনশাস) রয়েছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন। এছাড়া আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, নুরের ওপর আঘাত খুবই দুঃখজনক ও নিন্দনীয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং আমরা এ নিয়ে তদন্ত চালাব।