অদ্য ৩০ আগস্ট ২০২৫ ইং তারিখে গণ অধিকার পরিষদ সভাপতি ভিপি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় গণ, ছাত্র, যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মুক্তমঞ্ছ সংলগ্ন বড়বাজারে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় গণ অধিকার পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব ইবনুর রশীদ মাশুকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন গতকাল সেনাবাহিনী ও পুলিশের নেতৃত্বে ভিপি নুরুল হক নুর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একইসাথে উক্ত হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারেও আওতায় আনতে হবে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, উক্ত ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কে পদত্যাগ করতে হবে এবং উক্ত প্রোগ্রামে ভিপি নুর আই সি ইউতে আছে তার সুস্থতার জন্য চুয়াডাঙ্গা বাসির কাছে দোয়া চেয়েছেন । প্রতিবাদ সভা শেষে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে উক্ত প্রোগ্রামটি শেষ করা হয়।