ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নূরে আলম ছিদ্দিকী নির্বাচনী গণসংযোগ করেছেন।
শনিবার বিকেলে শহরের পীরবাড়ী এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সদর ও বিজয়নগরের বিভিন্ন এলাকায় ঘুরে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগের শুরুতে তিনি ভাদুঘর বড় হুজুরের কবর জিয়ারত করেন। পরে ঘাটিয়ারা বাজারে স্থানীয়দের সঙ্গে পথসভায় যোগ দেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে নূরে আলম ছিদ্দিকী কবীর আহমেদ ভূইয়ার বাসভবনে গিয়ে তার পিতা ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কৌশলগত মতবিনিময় করেন।
শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।