ব্রাহ্মণবাড়িয়া এক্স-স্কাউটস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম রেজাউল হক জুনু।
ডাঃ এ এস এম মুসা খানের সভাপতিত্বে ইয়াছমিন আক্তার লিপির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল, সাংবাদিক মোঃ আরজু, শাহজাহান সাজু, কুমিল্লা অঞ্চলের স্কাউটস কমিশনার শহীদুল ইসলাম, এক্স স্কাউটস এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
সভায় পুনর্মিলনী বিষয়ে সার্বিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, নতুন সভাপতি মনোনয়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, প্রাক্তন স্কাউটদের মিলনমেলা আরও জোরদার করতে এবং সংগঠনকে সক্রিয় রাখতে নিয়মিত এ ধরনের সভা আয়োজন করা হবে।