বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এই শোডাউনে নেতৃত্ব দেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ১ ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নাসির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুপ্রিয় রায়, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম, ওয়ার্ড নেতা অমল দাস, কিশোর, সুলতানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
শোডাউন চলাকালে লাঠিখেলা, ঢোল বাজনা ও স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ১ ও পৌরসভার ৪ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নাসির আহমেদ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ করতেই এ শোডাউনের আয়োজন করা হয়।