পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র লীগের নেতা আরিফুল ইসলাম পল্লবকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানার পুলিশ। এসময় সহযোগিতা করেন রংপুর মহানগর পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর লাল কুঠি এলাকা থেকে মহানগর পুলিশের সহযোগিতায় তাকে আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
বুধবার বিকেলে ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলায় পল্লবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শফিকুল ইসলাম তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, আওয়ামী লীগ নেতা পল্লব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি এজাহারভুক্ত আসামী। রংপুর মহানগর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ নভেম্বর ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে নিহতের বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়।