চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন “সমমনা চবিয়ান” এর আয়োজনে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই মিলনমেলার অুনষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। এছাড়াও এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এলামনী ও দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এলাম্নাইদের বিশেষ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।